thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

চকরিয়া ও সরিষাবাড়িতে ১৪৪ ধারা

২০১৩ অক্টোবর ২৫ ১৫:৪৬:৪৭
   চকরিয়া ও সরিষাবাড়িতে ১৪৪ ধারা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি হয়েছে।প্রশাসন জানিয়েছে, শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোয় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, নাশকতা এড়াতে শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, বিএনপি-আওয়ামী লীগের মিছিল-সমাবেশের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

ইতোমধ্যে শুক্রবার সকালে নাশকতা সৃষ্টির অভিযোগে পৌর এলাকা থেকে ৩ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল-সমাবেশ ঘোষণা করায় জামালপুরের সরিষাবাড়িতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান জানান, সরিষাবাড়ি পৌর এলাকায় সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করায় উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদা গুলশান বৃহস্পতিবার রাতে ১৪৪ ধারা জারি করেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/ এমডি/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর