thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

পাথরঘাটায় ৩ নম্বর সতর্ক সংকেত

২০১৩ অক্টোবর ২৬ ১৩:৪৪:৩১
পাথরঘাটায় ৩ নম্বর সতর্ক সংকেত
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : পাথরঘাটায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। শনিবার উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এ তথ্য নিশ্চিত করেছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তল রয়েছে। এ কারণে মাছ ধরা নৌকাগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

মা ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার ১১ দিন অলস সময় কাটানোর পর যখন উপকূলের জেলেরা সাগরে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত দুদিন ধরে পাথরঘাটায় ভারী বর্ষণ চলছে। এ কারণে জনজীবন থমকে গেছে। পৌরশহরের নিচু জায়গা তলিয়ে গেছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর কিছু ট্রলার সাগর পথে যাত্রা শুরু করলেও সতর্ক সংকেত দেখানোর সঙ্গে সঙ্গে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে নিরাপদ আশ্রয় নিয়েছে। এছাড়া দেশের বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) শত শত ট্রলার আশ্রয় নিয়েছে। ট্রলারে লাখ লাখ টাকার বরফ গলে যাওয়ার আশঙ্কা করছেন জেলেরা।

একটি ট্রলারে ১৫-২০ জন শ্রমিক থাকেন। তাদের নিয়ে ট্রলার মালিকরাও দুশ্চিন্তায় রয়েছেন। শিগগিরই আবহাওয়া জেলেদের অনুকূলে আসবে- এমন আশা করছেন জেলে শ্রমিক ও সংশ্লিষ্টরা।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিষেধাজ্ঞা শেষে কিছু ট্রলার সাগরে যাত্রা শুরু করে। কিন্তু দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে তারা সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। এছাড়া শত শত ট্রলার মৎস্য ঘাটে রয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পাথরঘাটার সহকারী পরিচালক মো. বদিউজ্জামান বলেন, সাগর উত্তাল থাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এএস/এমএআর/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর