thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

ময়মনসিংহে ১৮ দলের ২৮৬০ নেতাকর্মীর নামে মামলা

২০১৩ অক্টোবর ২৬ ১৪:০৪:৫৭
ময়মনসিংহে ১৮ দলের ২৮৬০ নেতাকর্মীর নামে মামলা
ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ শহর, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ ও ধোবাউড়া উপজেলায় ১৮ দল-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় ১৮ দলীয় জোটের ২৮৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে সরকারি কাজে বাধাদানের ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে ১৫৪২ জন, গফরগাঁওয়ে ১২২৮ জন, ঈশ্বরগঞ্জে ২৭ ও ধোবাউড়া উপজেলার ৬৩ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদকসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে। জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক দিদারুল আলমসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া ঈশ্বরগঞ্জে ২৭ ও ধোবাউড়া উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীর নামে পুলিশ মামলা করে। পুলিশ ধোবাউড়া থেকে দুজনকে গ্রেফতার করেছে।

(দিরিপোর্ট২৪/এফএস/এএস/অক্টোবর ২৬, ২০১৩)

।###)

রকিবুল হাসান রুবেল

ময়মনসিংহ

২৬-১০-১৩

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর