thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

শুক্রবারের সহিংসতায় চট্টগ্রামে ৩ মামলা

২০১৩ অক্টোবর ২৬ ১৭:১৫:৪৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
শুক্রবারের সহিংসতায় চট্টগ্রামে ৩ মামলা
চট্টগ্রাম সংবাদদাতা : ১৮ দলীয় জোটের সমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। নগরীর কোতয়ালী, খুলশী ও চান্দগাঁও থানায় শুক্রবার গভীর রাতে পৃথকভাবে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে এসব মামলা দায়ের করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মহিউদ্দিন সেলিম বলেন, ইস্পাহানি মোড়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ট্রাফিক পরিদর্শক শওকত আলী ভূঁইয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা সংখ্যক ব্যক্তিকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩৩৩, ৪৩৬, ৪২৭ এবং ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ধারা ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

খুলশী থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ জানান, লালখান বাজার এলাকায় আমিন সেন্টারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় সহকারী উপ-পরিদর্শক সঞ্জীব দত্ত বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এতে অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামী করা হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সমাবেশে যাবার পথে শুক্রবার বিকেলে বহদ্দারহাট এলাকায় যানবাহন ভাংচুরের পাশাপাশি পুলিশের ওপর আক্রমণ চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধাদান এবং বিস্ফোরক আইনে উপ-পরিদর্শক এরশাদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচশ জনকে আসামী করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/ভিডি/এইচএস/এমডি/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর