thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

গাজীপুরে পুলিশ-পিকেটার সংঘর্ষ : আটক ৪

২০১৩ অক্টোবর ২৭ ১৬:১৭:০৭
গাজীপুরে পুলিশ-পিকেটার সংঘর্ষ : আটক ৪

গাজীপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে রবিবার সকালে গাজীপুর চান্দিনা চৌরাস্তা ও রওশন সড়ক এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে। পুলিশ এ সময় ৪জনকে গ্রেফতার করে।

হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। জবাবে পুলিশ ৮-১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল হয়। মিছিলটি চান্দিনা চৌরাস্তা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় রবিবার ভোরে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বত্তরা। পুবাইলে ১টি ট্রাকে অগ্নিসংযোগ করে জামায়াত-শিবিরকর্মীরা। শিবিরকর্মীরা টঙ্গীতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ কলেজ গেট ও টঙ্গী বাজার এলাকা থেকে শিবির কর্মী সন্দেহে ৪ পিকেটারকে আটক করেছে।

(দিরিপোর্ট২৪/এএইচ/এইচএস/এমডি/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর