thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

ইবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

২০১৭ মার্চ ১৩ ১৫:৫৩:১৫
ইবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলে সিন্ডিকেটের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ওই ইউনিটে ভর্তি হওয়া ৮৮ জন শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৩ মার্চ) এই আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ইবির ‘চ’ ইউনিট (গণিত ও পরিসংখ্যান) এর ভর্তি পরীক্ষা গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে বাতিলের সিদ্ধান্তের আগেই ওই দুটি বিভাগে ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। আদালত সেসব শিক্ষার্থীদের আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নতুন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বলেছে। তাছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের অবস্থান কি হবে, তা চূড়ান্ত আদেশে জানা যাবে।

(দ্য রিপোর্ট/কেআই/এস/এমকে/মার্চ ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর