thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১,  ৮ জিলহজ ১৪৪৫

দুরন্ত জয়ে দ্বিতীয় রাউন্ডে সেরেনা

২০১৭ জানুয়ারি ১৭ ১২:০৭:২৬
দুরন্ত জয়ে দ্বিতীয় রাউন্ডে সেরেনা

দ্য রিপোর্ট ডেস্ক : ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সেরেনা উইলিয়ামস এবারও এই টু্নামেন্টের শুরুটা দারুণ করেছেন। প্রথম রাউন্ডে বেলিন্ড বেনচিচকে সরাসরি সেটে হারিয়ে নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড।

প্রথম রাউন্ডে ৩৫ বছর বয়সী আমেরিকান টেনিস তারকা সেরেনা মুখোমুখি হয়েছিলেন ১৯ বছর বয়সি বেনচিচের। র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা সেরেনা ৫৯তম নম্বরে থাকা বেনচিচকে সরাসরি ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছেন। এ ম্যাচটির ব্যপ্তি ছিল মাত্র ৭৯ মিনিট।

ক্যারিয়ারের রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লামের জন্য লড়াইয়ে নামা সেরেনা জানান, এখানে হারানোর কিছুই নেই। তিনি বলেন, ‘আনন্দ পেতেই আমি প্রতিটি ম্যাচ খেলি।’

গত মৌসুমে সেরেনা অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে অ্যাঞ্জেলিক কারবারে কাছে হেরে বসেন। তবে উইম্বলডন জিতে স্টেফি গ্রাফের সমান রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেন তিনি।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর