thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১,  ৯ জিলহজ ১৪৪৫

শাহজালালে আড়াই কেজি সোনাসহ ২ ভারতীয় আটক

২০১৮ মার্চ ২১ ১১:৫০:০৮
শাহজালালে আড়াই কেজি সোনাসহ ২ ভারতীয় আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দুই যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকার ২ কেজি ৭৮৪ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

বুধবার (২১ মার্চ) সকালে দুবাই-ঢাকা ইকে ৫৮৬ বিমানে আসা গুরজান্ট সিং ও অনীল কুমার নামে ভারতীয় দুই যাত্রীর কাছ ওই সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে ২৪টি সোনার বার আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা কাছে সোনা থাকার কথা অস্বীকার করে। পরে যাত্রীর ব্যাগ স্ক্যান করে ও শরীর তল্লাশি করে সোনার বারগুলো তাদের শরীরের বিভিন্ন জায়গায় লুকানো অবস্থায় পাওয়া যায়।

আটক সোনার বারের মোট ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। যাত্রীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর