thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১,  ৮ জিলহজ ১৪৪৫

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির ৩ নেতা হাইকোর্টে

২০১৮ ডিসেম্বর ০৯ ১৩:৪৮:০৪
প্রার্থিতা ফিরে পেতে বিএনপির ৩ নেতা হাইকোর্টে

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দাখিল করা মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন থেকে দুদফা বাতিল হওয়ার পর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বিএনপির তিন নেতা।

তারা হলেন- রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ওয়াদুদ ভূঁইয়া, ডা. এ জেড এম জাহিদ।

রোববার (৯ ডিসেম্বর) সকালে নিজ নিজ আসনে মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা পৃথকভাবে রিট করেন।

এদিন দুপুরে এসব রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন তিন বিএনপি প্রার্থী ফৌজদারি মামলায় দণ্ড থাকায় তাদের মনোনয়ন বাতিল করেন।

এর আগে নিজ এলাকার রিটার্নিং অফিসার তাদের মনোনয়ন বাতিল করেন।

দুলুর এক আইনজীবী জানান, যে মামলায় তার মক্কেলের দণ্ডের কথা বলা হয়েছে, সে মামলায় তার দণ্ড ও সাজা স্থগিত রয়েছে।

তিনি বলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে তার করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দণ্ড-সাজা স্থগিত করা হয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগেও যায়নি।

ওই আইনজীবী আরও জানান, এমনকি যে মামলায় তার সাজা হয়েছে, তা বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দণ্ডবিধিতে হয়েছে। এটি নৈতিক স্খলনের মধ্যে পড়ে না। এসব যুক্তিতে রিটটি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর