thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১,  ৮ জিলহজ ১৪৪৫

জ্বালানি তেলের দাম  ৮ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে

২০২২ সেপ্টেম্বর ২৪ ১২:২২:১৫
জ্বালানি তেলের দাম  ৮ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে

দ্য রিপোর্ট প্রতিবেদক:আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। এতে জ্বালানি পণ্যটির মূল্য ৮ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। এতে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে ডলারের দর।

ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ঝুঁকি থেকে যাচ্ছে। তাতে তেলের চাহিদা কমেছে। তাই জ্বালানি পণ্যটির দরপতন হয়েছে।

আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের সরবরাহ মূল্য ৪ দশমিক ৩১ ডলার বা ৪ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি ব্যারেল বিক্রি নিষ্পত্তি হয়েছে ৮৬ দশমিক ১৫ ডলারে। সবমিলিয়ে চলতি সপ্তাহে এ তেলের দাম কমেছে ৬ শতাংশ।

মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর কমেছে ৪ দশমিক ৭৫ ডলার বা ৫ দশমিক ৭ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি নিষ্পত্তি হয়েছে ৭৮ দশমিক ৭৪ ডলারে। সবমিলিয়ে চলতি সপ্তাহে এ তেলের দাম পড়েছে ৭ শতাংশ।

এ নিয়ে টানা ৪ সপ্তাহ উভয় বাজার আদর্শের মূল্য কমল। গত ডিসেম্বরের পর যা প্রথম। এখন গত ১০ জানুয়ারির পর ডব্লিউটিআইয়ের দর সর্বনিম্ন। আর ব্রেন্টের দাম ১৪ জানুয়ারির পর সবচেয়ে কম। সামনের দিনগুলোতে এ দরপতন অব্যাহত থাকতে পারে।

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর