thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১,  ৮ জিলহজ ১৪৪৫

মৃত্যুর কাছে হার মানলেন হরতালে দগ্ধ নাসিমা

২০১৩ নভেম্বর ১৪ ০৯:০৪:৩৪
মৃত্যুর কাছে হার মানলেন হরতালে দগ্ধ নাসিমা

দিরিপোর্ট প্রতিবেদক : হরতালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ নাসিমা আক্তার অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

১৮ দলের ডাকা ২৭ অক্টোবর শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের আগের দিন ২৬ অক্টোবর রাতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই বাসের যাত্রী নাসিমা দগ্ধ হন।

জানা গেছে, রাজধানীর ঢাকা উদ্যান ৭ নম্বর রোডের মাথায় লোহারগেট সংলগ্ন রাস্তায় ওইদিন রাত ৮টা ১৫ মিনিটে নিউ ডেলটা এভারেজ লিমিটেডের স্টাফ বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে দগ্ধ হন পোশাক শ্রমিক নাসিমা আক্তার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় তার মৃত্যু হয়। তার বাবার নাম শফিজউদ্দিন ঢালি। গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ছয়তলা মসজিদ গলিতে থেকে তিনি পোশাক কারখানায় চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোজ্জামেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট/এসআর/এএস/জেএম/এইচএসএম/নভেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর