thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

নিজামী ও বাবর কাশিমপুর কারাগারে

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৮:৪৯:৪৪
নিজামী ও বাবর কাশিমপুর কারাগারে

গাজীপুর সংবাদদাতা : জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

এদিকে এনএসআই’র সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তারা।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আসামিদের বহনকারী দু’টি মাইক্রোবাস কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় কাশিমপুর কারাগারে এসে পৌঁছে। পরে তাদের হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারের পার্ট-১ এর কনডেম সেলে রাখা হয়েছে।

ফাঁসির দণ্ড পাওয়া অপর দুই আসামি এনএসআই’র সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমকেও একইভাবে একই ভ্যানে ঢাকায় পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এমএফ/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর