thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

লাকী আখান্দের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১৫:৪৩:২৫
লাকী আখান্দের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : নন্দিত সঙ্গীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে মামিন্তি। গতকাল তার অবস্থা অবনতির দিকে যায়। তিনি কাউকে চিনতে পারছিলেন। রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন।

লাকী আখান্দকে দেখতে গতকাল রবিবার বিকেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ তার ঘনিষ্ঠজনরা হাসপাতালে ছুটে যান।

উল্লেখ্য ২০১৫ সালের সেপ্টেম্বরে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে চিকিৎসার জন্য ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। কিছুদিন পর আবারো অসুস্থ হয়ে পড়লে গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে কয়েক দফায় কেমোথেরাপি দেওয়া হয়। থেরাপি শেষে গত বছরের ২৬ মার্চ দেশে ফেরেন এই সংগীতশিল্পী। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর