thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৬ জিলহজ ১৪৪৫

অবশেষে আফগান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২০১৯ সেপ্টেম্বর ০৩ ১৩:১৪:০০
অবশেষে আফগান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক: দীর্ঘ ১৮ বছর লড়াইয়ের পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য তালেবানদের সাথে চুক্তির করতে যাচ্ছে ‍যুক্তরাষ্ট্র । আফগানিস্তানে একটি শান্তিচুক্তির লক্ষ্যে গত এক বছর ধরে দোহায় তালেবানের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যান মার্কিন দূত জালমে খালিলজাদ।

অবশেষে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২০ সপ্তাহের মধ্যে পাঁচ হাজার চারশ সেনা তুলে নেয়া হবে বলে জানানো হয়েছে। ওয়াশিংটনের শীর্ষ প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর ওয়াশিংটন আল কায়দার বিরুদ্ধে হামলা চালাতে প্রথম আফগানিস্তানে সেনা পাঠায়। কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের এই দীর্ঘদিনের সামরিক সম্পৃক্ততার অবসান চাচ্ছে। ফলে, ২০১৮ সাল থেকে দেশটি তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৩ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর