thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলহজ ১৪৪৫

এক বাড়িতেই মিললো ১৯০ মণ লবণ, আটক ৪

২০১৯ নভেম্বর ২১ ১০:৪৫:২৫
এক বাড়িতেই মিললো ১৯০ মণ লবণ, আটক ৪

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালের একটি বাড়িতে অবৈধভাবে মজুদ করা সাত হাজার কেজি লবণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো শাকিল ইসলাম (১৮), পারভেজ উদ্দিন (২৪), ছালেখ মিয়া (২২) ও হৃদয় ইসলাম (১৯)।

বুধবার দুপুরে উপজেলার ধলা বাজারের কাছে মুজিবর রহমান নামের এক প্রবাসীর বাড়িতে এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, দেশে লবণের দাম বেড়েছে এ গুজবকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা করতে কিছু অসাধু ব্যবসায়ী ওই বাড়িতে তিনটি ঘরে কৃত্রিম গোদাম তৈরি করে লবণগুলো মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির একটি দল। এসময় ৭ হাজার কেজি লবন জব্দ ও ৪ জনকে আটক করা হয়।

এ ঘটনার তাদের সাথে আরো যারা জড়িত আছে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর