thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলহজ ১৪৪৫

তৃতীয় রোজায় ফেরেশতা ক্ষমার ঘোষণা দেয়

২০২০ এপ্রিল ২৭ ০৯:০০:২৪
তৃতীয় রোজায় ফেরেশতা ক্ষমার ঘোষণা দেয়

দ্য রিপোর্ট ডেস্ক: মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের সাওগাত নিয়ে আবারো হাজির হয়েছে মাহে রমজান। এ মাসটি মুমিনের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসে। ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রাজি-খুশি হাসিলের বড় সুযোগ এ মহান মাসে।

বলা হয়েছে, রমজানের তৃতীয় দিনে একজন ফেরেশতা আবারো রোজাদারের ক্ষমার ঘোষণা দেন।

বস্তুত, দিনে সিয়াম-সাধনা তথা পানাহার বর্জন ও রাতে নামাজ, কোরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদতের মাধ্যমেই আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। বেশি বেশি ইস্তেগফার পড়ে বিগত দিনের পাপ থেকে পরিত্রাণের জন্য খোদার দরবারে মাফ চাইতে হবে।

আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তার খাঁটি বান্দা হিসেবে কবুল করুন। এ রমজানে তার রহমতের ছায়া তলে আমাদের আশ্রয় দিন। আমিন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর