thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১,  ৮ জিলহজ ১৪৪৫

‘মনোনয়ন বাণিজ্যের খবর ভিত্তিহীন’

২০১৪ জানুয়ারি ২১ ১৬:৫৮:৪৭
‘মনোনয়ন বাণিজ্যের খবর ভিত্তিহীন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন বাণিজ্যের খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রহুল আমির হাওলাদার।

তিনি বলেছেন, সংসদে সংরক্ষিত আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বাণিজ্য করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা পুরোপরি ভিত্তিহীন।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাস ভবন থেকে বের হয়ে মঙ্গলবার দুপুরে সাংবাকিদের এ কথা বলেন তিনি।

রহুল আমিন হাওলাদার বলেন, মনোনয়ন বাণিজ্যের এমন কোনো ঘটনা ঘটেনি। এ অভিযোগের প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সংরক্ষিত আসনে প্রার্থীদের মনোনয়ন ফরম শুক্রবার থেকে ৩ দিন ধরে বিক্রি করা হয়। মোট ৯৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে। সোমবার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে এরশাদ প্রার্থীদের সাক্ষাতকার না নেওয়ায় অনেক প্রার্থী কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর