thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

কোস্টগার্ডের নৌবহরে দুটি অত্যাধুনিক জাহাজ

২০১৬ অক্টোবর ৩১ ২১:২৪:৫৯
কোস্টগার্ডের নৌবহরে দুটি অত্যাধুনিক জাহাজ

চট্টগ্রাম অফিস : গভীর সমুদ্রে কোস্টগার্ডের দায়িত্ব পালনের জন্য শক্তিশালী করা হচ্ছে কোস্টগার্ডের নৌবহর। তারই ধারাবাহিকতায় কোস্টগার্ডের নৌবহরে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক জাহাজ।

ইতালি থেকে কেনা চারটি জাহাজের ফ্রিগেডের মধ্যে দুটি জাহাজ আগামী ২ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কোস্টগার্ড বার্থ পতেঙ্গায় পৌঁছাবে বলে জানায় কোস্টগার্ড।

এ সময় জাহাজ দুটির আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়েছে বলে জানান, পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, বাংলাদেশের উপকূলীয় জলসীমায় অতন্দ্রপ্রহরী কোস্টগার্ডের যাত্রা শুরু হয় ১৯৯৫ সালের ১৪ ফেব্রয়ারি। প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্টগার্ড বাংলাদেশর উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বহির্নোঙরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সর্বদা নিরাপত্তা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়জিত রয়েছে।

(দ্য রিপোর্ট/এম/অক্টোবর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর