thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলহজ ১৪৪৫

কারণ ছাড়াই দাম বাড়ছে আরএসআরএমের

২০২৪ জানুয়ারি ১৭ ১২:৪৯:০৭
কারণ ছাড়াই দাম বাড়ছে আরএসআরএমের

দ্য রিপোর্ট প্রতিবেদক:শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ বা কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম)।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারের দাম ছিল ১৯.০৮ টাকা। আর ১৫ জানুয়ারি লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪.৪০ টাকা। মাত্র ৪ কর্যদিবসে শেয়ারদর বেড়েছে ৫.৩২ টাকা। এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর