thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

মেঘনার ভাঙ্গনে বিলীনের পথে ইসমানির চর

২০১৭ জুলাই ২৩ ২২:৩৮:১৩
মেঘনার ভাঙ্গনে বিলীনের পথে ইসমানির চর

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। গজারিয়া উপজেলার মেঘনা তীরবর্তী গ্রামগুলোতে এক সপ্তাহে তীব্র স্রোত আর ঢেউয়ে নদী গর্ভে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি ও ফসলী জমি। অব্যাহত এ ভাঙ্গনে বিলীন হবার পথে রয়েছে ইসমানীচর গ্রাম। ভাঙ্গন প্রতিরোধে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

গজারিয়া উপজেলার মেঘনা তীরবর্তী গ্রাম ইসমানী চরের বাসিন্দা রিপন হোসেন জানান, জীবনে মেঘনার এমন ভাঙ্গন দেখেননি তিনি। গত এক সপ্তাহের অব্যাহত ভাঙ্গনে নিজের বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় অন্যের বাড়ী আশ্রয় নিয়েছেন তিনি। বসতভিটার বেশীর ভাগ অংশ মেঘনায় বিলীন হয়ে গেছে, অবশিষ্ট অংশটুকু বাঁচাতে প্রাান্ত চেষ্টা করছেন তিনি।

বালির বস্তা ফেলে ও বাঁশের খুঁটি দিয়ে স্থানীয় ভাবে ভাঙ্গন নিয়ন্ত্রণে সাধারণ মানুষ চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হচ্ছে না। ভাঙ্গন প্রতিরোধে দ্রুত সরকারের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানে ভাঙ্গন ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন তারা। শুধু ইসমানীচর নয়, নয়ানগর, গোয়ালগাঁও, হোসেন্দী, চর বলাকীসহ মেঘনা তীরবর্তী গ্রামেগুলোতে চলছে মেঘনার তান্ডব। হুমকির মুখে রয়েছে বিভিন্ন গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ গুরুত্বপূরণ স্থাপনা। ভাঙ্গন আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছে স্থানীয়রা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মামুনুর রশিদ জানান, ভাঙ্গন ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ বাধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে আগামী শুষ্ক মৌসুমে বাঁধের কাজ শুরু হবে।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর