thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলহজ ১৪৪৫

নতুন মুখ শামসুর, ফিরলেন ইমরুল

২০১৪ জানুয়ারি ২০ ১৭:১০:১৫
নতুন মুখ শামসুর, ফিরলেন ইমরুল

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে দীর্ঘদিন পর জায়গা পেয়েছেন ইমরুল কায়েস।

বিসিএলে দারুণ পারফর্ম করে নির্বাচকদের দৃষ্টি কেড়েছিলেন ইমরুল। তাই তাকে দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। তার সঙ্গে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন শামসুর রহমান। এর আগে সীমিত ওভারের দলে খেললেও এবারই প্রথম জায়গা পেয়েছেন টেস্ট দলে।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৭ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল : মুশফিকুর রহিম (অধিনাযক), তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর