thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলহজ ১৪৪৫

‘সূক্ষ্ম কারচুপি’র অভিযোগ সাখাওয়াতের

২০১৬ ডিসেম্বর ২২ ২২:৪৭:০২
‘সূক্ষ্ম কারচুপি’র অভিযোগ সাখাওয়াতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, ‘এ নির্বাচনে অনেক সূক্ষ্ম কারচুপি হয়েছে। যার কারণেই ধানের শীষকে পরাজয় বরণ করতে হয়েছে।’

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে নাসিক নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলেছে।

ভোটগ্রহণ শেষে বিকেল ৪টা থেকে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে চলে ফলাফল ঘোষণার কার্যক্রম। বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে জয়ী হয়ে নাসিকে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আইভী।

বৃহস্পতিবার রাত ১০টায় শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির নির্বাচনী মিডিয়া সেলে সাংবাদিকদের কাছে নাসিক নির্বাচনে ‘সূক্ষ্ম কারচুপি’র অভিযোগ করেন সাখাওয়াত। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে তিনি ওই সেলেই অবস্থান করছিলেন। তার সঙ্গে নির্বাচনী পরিচালনা বোর্ডের সদস্য বিএনপি নেতা আনিসুল ইসলাম সানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাখাওয়াত বলেছেন, ‘নির্বাচন কমিশন হতে স্বাক্ষরিত ফলাফল দেখে আমি আরও বিস্তারিত বলবো। তবে আমার কাছে খবর আছে অনেক কেন্দ্রে সূক্ষ্ম কারচুপি হয়েছে। যেমন- অনেক কেন্দ্রে ১ হাজার ভোট কাস্ট হয়েছে কিন্তু দেখা গেছে নৌকা পেয়েছে ৮শ’ ও ধানের শীষ পেয়েছে ৫শ’।’

সাখাওয়াত আরও অভিযোগ করেছেন, ‘আমি শুরু থেকেই লেভেল প্লেয়িং নিয়ে প্রশ্ন তুলেছিলাম। কারণ এ নির্বাচন কমিশন সরকারের নির্দেশনাতেই চলেছে। সেটা আজ ভোটে প্রমাণিত হয়েছে। কারচুপির মাধ্যমেই ফলাফল পাল্টে দিয়েছে।’

(দ্য রিপোর্ট/এপি/জেডটি/এনআই/ডিসেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর