thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

মোরেলগঞ্জে ট্রলারডুবি, ৪ নারীর মৃতদেহ উদ্ধার

২০১৭ মার্চ ২৮ ১৪:০৯:৩৭
মোরেলগঞ্জে ট্রলারডুবি, ৪ নারীর মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে খেয়া পারাপারের ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় অন্তত চার নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

ইঞ্জিনচালিত ওই ট্রলারটিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কমপক্ষে ৭০ জন যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ট্রলারডুবির পর স্থানীয়দের সহায়তায় ৪ জন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত ১২ যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মিঠু জানান, মোরেলগঞ্জের ছোলমবাড়ীয়া ঘাট থেকে ছেড়ে উপজেলা সদরের পুরাতন থানা ঘাটে আসার সময় পানগুছি নদীতে ইঞ্জিনচালিত ট্রলারটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রীবোঝাই ও নদীর স্রোতের কারণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরও জানান, ট্রলারটিতে ৫০-৬০ জন যাত্রী ছিল। এর মধ্যে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে নদী থেকে ৪ জন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কমপক্ষে ১২ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারকাজে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস অংশ নিয়েছে। এ জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এস/এম/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর