thereport24.com
ঢাকা, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১,  ১০ জিলহজ ১৪৪৫

রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান ট্রাম্পের

২০১৭ সেপ্টেম্বর ২১ ০৮:০৮:২০
রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান ট্রাম্পের

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে ‘শক্তিশালী ও দ্রুত’ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, বুধবার নিরাপত্তা পরিষদে জাতিসংঘ শান্তি মিশনের সংস্কার বিষয়ক ওই বৈঠকে ট্রাম্পকে উদ্ধৃত দিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ কথা বলেন। এছাড়া মাইক পেন্স মিয়ানমারের সামরিক বাহিনীকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন করবে। পরবর্তী এর ফল ওই অঞ্চলের প্রজন্মকে ভোগ করতে হতে পারে।

এ ঘটনা হাজার হাজার শিশুসহ রোহিঙ্গাদের জন্য ‘মহান দুঃখজনক’ একটি ঘটনা বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

২৫ আগস্ট সেনা ক্যাম্পে হামলার অভিযোগে রাখাইনে অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। খুন, হত্যা, নির্যাতনের ভয়ে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসেন। এখন পর্যন্ত ৪ লাখ ১৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর