thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০২৪, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলহজ ১৪৪৫

বরিশালের কীর্তনখোলা নদী থেকে ৬ জনের লাশ উদ্ধার

২০১৮ মার্চ ০৯ ১৯:০৭:২৪
বরিশালের কীর্তনখোলা নদী থেকে ৬ জনের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা দুদিন আগে ডুবে যাওয়া ট্রলারের যাত্রী হয়ে থাকতে পারেন বলে নৌপুলিশের ধারণা।

বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, শুক্রবার বেলা ১টার দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে।

যাদের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে একটি শিশু রয়েছে। বাকি সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বরিশাল থেকে চরমোনাইয়ের মাহফিলে যাওয়ার সময় বুধবার দুপুরে একটি ট্রলার ডুবে যায়।

বাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সেদিন ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের মধ্যে একজনের নিখোঁজ থাকার কথা বলেছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর