thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১,  ৯ জিলহজ ১৪৪৫

বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪

২০১৮ মে ১৯ ১০:৫০:০২
বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বংশালের আগামসী লেনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৮ মে) রাত সোয়া ১টার দিকে আগুন লাগে।

দগ্ধরা হলেন- রফিকুল ইসলাম (২৫), নাঈম (২০), ফারুক (২৮), মাহবুব (১৬)।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল চারজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে রফিকুল ইসলামের ৫০ শতাংশ ও ফারুকের ২৪ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জুতার কারখানায় স্টোভ জালিয়ে শ্রমিকরা কাজ করছিলেন। স্টোভ থেকেই আগুন লাগে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর