thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৫ আষাঢ় ১৪৩১,  ১১ জিলহজ ১৪৪৫

বগুড়া-লালমনিরহাট পথে ট্রেন চলাচল বন্ধ

২০১৮ সেপ্টেম্বর ২২ ১৯:২৪:৩৮
বগুড়া-লালমনিরহাট পথে ট্রেন চলাচল বন্ধ

বগুড়া প্রতিনিধি: জেলার সোনাতলা উপজেলায় একটি রেলসেতু দেবে যাওয়ায় বগুড়া-লালমনিরহাট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

বগুড়া রেলস্টেশনের মাস্টার (বগুড়া রেলস্টেশন সুপার) বেঞ্জুরুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন ও ভেলুরপাড়া স্টেশনের মাঝে চকচকিয়া রেলসেতু দেবে যায়। এর পরেই এই লাইন রেল চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভেলুরপাড়া ও সোনাতলা স্টেশনে দুটি ট্রেন আটকে আছে। বন্ধ হয়ে গেছে বগুড়া ও লালমনিরহাটের মধ্যে ট্রেন চলাচল।

বেঞ্জুরুল ইসলাম আরও জানান, এই লাইনে ট্রেন চালু হতে আরও কিছুটা সময় লাগবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর