thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১,  ৯ জিলহজ ১৪৪৫

১০০ মিটারের দৌড়ে এবার নতুন রাজা ইতালির ইয়াকবস

২০২১ আগস্ট ০১ ১৯:৪১:১০
১০০ মিটারের দৌড়ে এবার নতুন রাজা ইতালির ইয়াকবস

দ্য রিপোর্ট ডেস্ক: অসাধারণ একটা রাত গেলো ইতালির জন্য। তারা সোনা জিতেছে এক অসাধ্য ইভেন্টে। যেই ইভেন্টের দাবীদার এতদিন ছিলো শুধু যুক্তরাষ্ট্র আর জ্যামাইকার দখলে, এবার তার এতে শুধু যে ভাগ বসালো তাই না সেই সাথে জিতে নিলো সোনার পদকটাই। ১০০মিটারের অ্যাথলেটিকসকে বলা হয় অলিম্পিকের প্রাণ আর এই প্রাণ যে জেতে সে হয় রাজা! এবার টোকিও অলিম্পিকের রাজা বনে গেলেন লামন্ত মার্সেল ইয়াকবস।

ইয়াকবস সেমিফাইনালে নিজের হিটে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু এরপরও ফেভারিটের তালিকায় তাঁকে রাখা হয়নি। ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। সেটাও ছিল মেয়েদের ইভেন্টে! তাই তো কেই বা ভেবেছিলো সেই ইয়াকবস-ই কেঁড়ে নিবে সকল আলো।

ফাইনালে লামন্ত মার্সেল ইয়াকবস তার দৌড় শেষ করেছেন ৯.৮০ সেকেন্ডে। অন্যদিকে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড), ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)।

(দ্য রিপোর্ট/আরজেড/১আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর