thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

বেকনের চিত্র রেকর্ড মূল্যে বিক্রি

২০১৩ নভেম্বর ১৩ ১৯:২০:৩৩
বেকনের চিত্র রেকর্ড মূল্যে বিক্রি

দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রেকর্ড মূল্যে বিক্রি হলো ফ্রান্সিস বেকনের আঁকা চিত্রকর্ম। বেকনের বন্ধু ও চিত্রশিল্পী লুসিয়ান ফ্রয়েডকে নিয়ে আঁকা পাশাপাশি তিনটি ছবি মঙ্গলবার ১৪২ মিলিয়ন ডলারে বিক্রি হয়। খবর বিবিসি ও আলজাজিরার।

নিলামে ওঠানোর ছয় মিনিটের মধ্যেই চিত্রগুলো বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের অ্যাকুয়েভেলা গ্যালারির নিলাম আহ্বানকারী। টেলিফোনে নিলামে অংশগ্রহণকারী এক ব্যক্তি সবগুলি ছবি কিনে নেন। তবে ক্রেতার কোনো পরিচয় দেয়নি নিলামকারী প্রতিষ্ঠান।

লুসিয়ান ফ্রয়েডকে নিয়ে ১৯৬৯ সালে পাশপাশি তিনটি পড়ার মূহুর্তের চিত্র আঁকেন বেকন। লন্ডনের রয়েল কলেজ অব আর্টে এ ছবিগুলো আঁকা হয়েছিল।

এর আগে ২০১২ সালে এডভার্ড মুঞ্চের ‘দ্যা স্ক্রিম’ চিত্রটি ১১৯.৯ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছিল। গত মঙ্গলবারের আগ পর্যন্ত এটাই ছিল পৃথিবীর সবচেয়ে দামি ছবি।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর