thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১,  ১১ জিলহজ ১৪৪৫

ডিএনসিসিতে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, শাফিনের বাতিল

২০১৯ ফেব্রুয়ারি ০২ ১১:৪৮:২৪
ডিএনসিসিতে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, শাফিনের বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এদিকে ঋণখেলাপির অভিযোগে মেয়র পদে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাশেম।

আতিকুল ছাড়া বৈধ প্রার্থীরা হলেন- এনপিপির আনিসুর রহমান দেওয়ান, এনডিএমের ববি হাজ্জাজ, পিডিপির শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।

মেয়র পদে উপনির্বাচনে লড়তে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ছয়জন। ইতিমধ্যে এ নির্বাচন বয়কট করেছে বিএনপি ও ঐক্যফ্রন্ট।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর