thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১,  ১১ জিলহজ ১৪৪৫

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

২০১৭ অক্টোবর ০৮ ১২:৩৯:৩০
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করেছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন স্মিথের পরিবর্তে দলে নেতৃত্ব দেওয়া ওয়ার্নার। গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। তবে বাধ সাধেন যুজবেন্দ্র চেহেল। ১৭ রান করা ম্যাক্সওয়েলকে সাজঘরে ফেরান এই লেগ স্পিনার।

এরপর কুলদীপ যাদব ৩০ বলে ৪২ রান করা ফিঞ্চকে সাজঘরে ফেরালে আর কেউ দাঁড়াতে পারেনি। ১৮.৪ ওভারে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১১৮ রান তোলার পর নামে বৃষ্টি।

বৃষ্টি শেষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৮। কোহলির ব্যাটে ভর করে সেটি অনায়াসেই পেরিয়ে যায় ভারত। শেখর ধাওয়ান ১৫ ও কোহলি ২২ রানে অপরাজিত থাকেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর