thereport24.com
ঢাকা, বুধবার, ১৯ জুন ২০২৪, ৬ আষাঢ় ১৪৩১,  ১২ জিলহজ ১৪৪৫

দুর্বৃত্তদের নেশা জাতীয় দ্রব্যে প্রাণ গেল গৃহকর্ত্রীর

২০১৪ জানুয়ারি ২১ ১৬:৫৬:৩৯
দুর্বৃত্তদের নেশা জাতীয় দ্রব্যে প্রাণ গেল গৃহকর্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে এক দম্পতিকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গৃহকর্ত্রী সামর্থ বেগম (৫৫) মারা গেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার নতুন জুরাইন এলাকায় নুরুল ইসলামের বাড়িতে চলতি মাসের শুরুতে নতুন ভাড়াটিয়া আবদুল রাজ্জাক তার পরিবার নিয়ে উঠে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন নুরুল ইসলামের আত্মীয় মুনির হোসেন।

মুনির বলেন, ‘গতাকাল (সোমবার) রাত থেকে ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। শেষ পর্যন্ত ফোনে না পেয়ে সকালে তাদের বাসায় এসে খোঁজ নিই। বাসায় গিয়ে দেখি তারা অচেতন অবস্থায পড়ে আছে। তখন স্থানীয় ডাক্তার ডেকে নিয়ে আসলে ওই চিকিৎসক সামর্থ বেগমকে মৃত ঘোষণা করেন। আর নুরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/সা/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর