thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১,  ১১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রামে প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ২

২০১৮ ফেব্রুয়ারি ১২ ১২:৫০:২৪
চট্টগ্রামে প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ২

চট্টগ্রাম ব্যুরো : প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের রাউজানে এক স্কুলছাত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদেরিএ তথ্য জানায় র‌্যাব। এর আগে রবিবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাউজান থানাধীন ডাবুয়া বাজার এলাকায় তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, এদের মধ্যে একজন স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র; অন্যজন অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের দুজনের অ্যাকাউন্টে এসএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন পাওয়া গেছে।

আশিকুর রহমান বলেন, রবিবার এসএসসিতে আইসিটি বিষয়ের পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। এছাড়া ইংরেজি, গণিতসহ বেশ কিছু প্রশ্ন পাওয়া গেছে ওই দুইজনের অ্যাকাউন্টে। ফাঁস হওয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে তারা টাকা নিত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশিকুর রহমান জানান।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর