thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১,  ১১ জিলহজ ১৪৪৫

সিরিয়ায় মার্কিন মিত্রদের মিসাইল হামলা, ১৩ ভূপাতিত

২০১৮ এপ্রিল ১৪ ১৩:১৯:১১
সিরিয়ায় মার্কিন মিত্রদের মিসাইল হামলা, ১৩ ভূপাতিত

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার রাসায়নিক অস্ত্রের স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

শনিবার (১৫ এপ্রিল) ভোরের দিকে এ হামলা চালানো হয়। এর কিছুক্ষণ আগেই হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, তারাও হামলা প্রতিহত করার চেষ্টা চালিয়েছে। তিন দেশের ছোড়া অন্তত ১৩টি ক্ষেপণাস্ত্র (মিসাইল) ভূপাতিত করা হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে মার্কিন নেতৃত্বাধীন জোট কতটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে তার তথ্য নিয়ে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সিরিয়ার সরকার বলছে, ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আর মার্কিন প্রশাসন বলছে, ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী এবং হোমসের তিনটি রাসায়নিক গবেষণা কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

সিরিয়া সরকারের বরাত দিয়ে সংগঠনটি বলেছে, দামেস্ক সরকার আগেই ইঙ্গিত পেয়ে ওইসব স্থাপনা খালি করেছে।

সিরিয়ান কর্মককর্তারা বলছেন, হামলার ব্যাপারে রাশিয়া আগেই ইঙ্গিত দেওয়ায় তারা সংশ্লিষ্ট স্থাপনাগুলো আগেই খালি করেছেন। ফলে স্থাপনার অবকাঠামো ধ্বংস হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর